এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১৯ মার্চ : এশিয়া কাপের সময়সূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি) । চলতি বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে । তার আগে আগস্ট সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ । শনিবার কাউন্সিলের বার্ষিক সভা শেষে এই ঘোষণা করা হয় । পাশাপাশি জয় শাহের এসিসির সভাপতি পদের মেয়াদ ২০২৪ পর্যন্ত বর্ধিত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলের সদস্যরা ।
এদিন বার্ষিক সভা শেষে জানানো হয়, এবারের এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা । মোট ছয়টি দল অংশ নেবে । ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল সুযোগ পাবে । টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে । টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৭ আগস্ট এবং ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর । এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।
এশিয়া কাপের সময়সূচি প্রকাশের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে জয় শাহের কার্যকাল এক বছর বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় । উল্লেখ্য,২০২১ সালের জানুয়ারি মাসে জয় শাহকে এসিসি-র সভাপতি মনোনিত করা হয়েছিল । তাঁর আগে এসিসির সভাপতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান ।।