এইদিন ওয়েবডেস্ক,১৬ জুন : অবশেষে আসন্ন এশিয়া কাপ-২০২৩ এর জন্য পাকিস্থান ক্রিকেট বোর্ডের(পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’কে স্বীকৃতি দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। তবে মোট ১৩ টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টি ম্যাচ খেলা হবে আয়োজন দেশ পাকিস্তানে । বাকি ম্যাচগুলির আয়োজন করা হবে শ্রীলঙ্কায় । আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ । অংশগ্রহণ করবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল-এই ৬ টি দেশ । প্রতিযোগিতায় দুটি গ্রুপ থাকবে, প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে বলে এসিসি এক বিবৃতিতে ঘোষণা করেছে । পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি, এসিসি এশিয়া কাপ ২০২৩-এর জন্য তার হাইব্রিড মডেল গ্রহণ করায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন ।।