এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৬ আগস্ট : মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে এক পুলিশ অফিসারের দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ্যে এসেছে । একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । যেখানে পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে(এএসআই) জনৈক এক সাংবাদিককে মূল মঞ্চের থেকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা গেছে । পাশাপাশি সেই দৃশ্য রেকর্ড করা অন্য এক সাংবাদিকের দিকেও তেড়ে যেতে দেখা গেছে ওই এএসআইকে । ঘটনাটি ঘটেছে সোমবার । জানা গেছে যে ওই এএসআই’কে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে । সাসপেন্সনের বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভার শেষ মুহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন জেলার পুলিশ প্রশাসনের কর্তারা । ছিলেন জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা ৷ সেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সাংবাদিকরা । সেই সময় একজন সাংবাদিক মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করছিলেন । এই সময় এএসআই দেবাশিস কুমার দে ওই সাংবাদিককে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেন । ঘটনার ভিডিও রেকর্ড করা অন্য এক সাংবাদিকের দিকেও তেড়ে যান ওই এএসআই । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নিন্দায় সরব হন জেলার সাংবাদিকরা । বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হলে নড়েচড়ে বসে জেলা পুলিশ । সাসপেন্ড করা হয় অভিযুক্ত এএসআই’কে ৷ এদিকে একের পর এক বিতর্কে জড়ানো রাজ্য পুলিশের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা ।।

