এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৮ ডিসেম্বর : ধাপে ধাপে এগুচ্ছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন বিতর্কিত জ্ঞানবাপী মসজিদের মামলা । সোমবার জেলা জজ আদালতে সিলগালা কভারে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) সংস্থা ৷ জরিপে উঠে আসা বিস্তারিত রিপোর্ট জেলা শাসকের কাছে হস্তান্তর করা হয় । এর আগে অক্টোবরেই এই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও বৃষ্টি ও অন্যান্য কারণ উল্লেখ করে এএসআই রিপোর্ট জমা দিতে আদালতের কাছে সময় চেয়েছিল । এদিকে প্রতিবেদনের বিষয়ে একটি পিটিশনও দাখিল করে কোনো প্রকার হলফনামা ছাড়া প্রতিবেদনটি প্রকাশ না করার দাবি জানিয়েছে মুসলিম পক্ষ । এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২১ ডিসেম্বর ।
বিতর্কিত জ্ঞানবাপী মসজিদে শ্রীঙ্গার গৌরী সহ মূর্তি পূজা করার অধিকার চেয়ে আদালতে একটি আবেদন জানিয়েছিলেন দিল্লির রাখি সিং সহ পাঁচজন মহিলা । সেই মামলার শুনানির সময় জ্ঞানভাপি কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল জেলা আদালত । বারাণসী জেলা বিচারকের নির্দেশে পাওয়ার সঙ্গে সঙ্গে ২৪ জুলাই এএসআইয়ের একটি দল জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে জরিপ শুরু করে । কিন্তু আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি নামে একটি মুসলিম দল জরিপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । একই দিনে অর্থাৎ ২৪ তারিখ সন্ধ্যায়, সুপ্রিম কোর্ট সমীক্ষা নিষিদ্ধ করে। এর পরে, জ্ঞানভাপি সমীক্ষাটি এলাহাবাদ হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন পায় । শেষে আদালতের ছাড়পত্র পেলে ৪ আগস্ট পুনরায় জরিপ শুরু করেন এএসআই বিশেষজ্ঞরা, চলে ১৬ নভেম্বর পর্যন্ত । বারাণসী আদালত প্রাথমিকভাবে সমীক্ষার জন্য ২৮ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল । কিন্তু এএসআইয়ের দাবিতে আদালত তিনবার জরিপের সময় বাড়ানো হয় ।।