অষ্টবক্র উবাচ
আকাশবদনন্তো’হম ঘাটবত প্রকৃততম জগৎ।
ইতি জ্ঞানং তথৈতস্য না ত্যাগো না গ্রহো লয়ঃ ॥১
অষ্টবক্র বলেছেন- আমি আকাশের মত অসীম এবং এই জগৎ কলসীর মত তুচ্ছ, ইহাই জ্ঞান। ইহা পরিত্যাগ করিতে হয় না গৃহীত হইতেও হয় না, তাহার সহিত মিলিত হইতে হয়।
মহোদাধিরিভাহং সা প্রপাঞ্চো ভিচিসন্নিভাঃ।
ইতি জ্ঞানং তথৈতস্য না ত্যাগো না গ্রহো লয়ঃ ॥২
অর্থ : আমি সমুদ্রের মতো এবং এই দৃশ্যমান পৃথিবী ঢেউয়ের মতো। ইহা জ্ঞান, ইহা পরিত্যাগ করিতে হয় না, গ্রহনও করিতে হয় না, কেবল ইহার সহিত পরিচয় করিতে হয় ॥২॥
অহং সা শুক্তিসংকাশো রূপ্যবাদ বিশ্বকল্পনা ।
ইতি জ্ঞানং তথৈতস্য না ত্যাগো না গ্রহো লয়ঃ ॥৩
অর্থ : এই পৃথিবী আমার কাছে ঝিনুকের রূপার মতই কাল্পনিক। ইহা জ্ঞান, ইহা পরিত্যাগ করিতে হয় না, গ্রহনও করিতে হয় না, কেবল ইহার সহিত পরিচয় করিতে হয় ॥৩॥
অহংস ভা সর্বভূতেষু সর্বভূতান্যথো মায়ি।
ইতি জ্ঞানং তথৈতস্য না ত্যাগো না গ্রহো লয়ঃ ॥৪
অর্থ : আমি সমস্ত প্রাণীর মধ্যে আছি যেমন সমস্ত প্রাণী আমার মধ্যে রয়েছে। ইহাই জ্ঞান, ইহা পরিত্যাগ করিতে হয় না, গ্রহনও করিতে হয় না, কেবল ইহার সহিত পরিচয় করিতে হয় ॥৪॥
কথিত আছে যে অষ্টবক্র রচিত মহাগীতার একটি শ্লোক হাজার মাণিকের চেয়েও মূল্যবান কারণ অষ্টবক্র গীতার শ্লোকগুলিকে একটি কলসিতে সমুদ্র পরিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। গীতা জনকল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এটি পাঠ করা আবশ্যক।।