জনক উবাচ ॥
ক্ব ভূতানি ক্ব দেহো বা ক্বেংদ্রিযাণি ক্ব বা মনঃ ।
ক্ব শূন্যং ক্ব চ নৈরাশ্যং মত্স্বরূপে নিরংজনে ॥১
অর্থ : রাজা জনক বলেছেন: নির্জীব আত্মায়, পঞ্চ পদার্থ বা দেহ নেই, ইন্দ্রিয় বা মন নেই, শূন্যতা বা হতাশা নেই।
ক্ব শাস্ত্রং ক্বাত্মবিজ্ঞানং ক্ব বা নির্বিষয়ং মনঃ ।
ক্ব তৃপ্তিঃ ক্ব বিতৃষ্ণাত্বং গতদ্বংদ্বস্য মে সদা ॥২॥
অর্থ : আমার জন্য যিনি চিরকাল দ্বৈতবাদ থেকে মুক্ত, সেখানে কোন শাস্ত্র বা আত্মজ্ঞান নেই, সংযুক্ত মন নেই, তৃপ্তি বা কামনা-হীনতা নেই।
ক্ব বিদ্যা ক্ব চ বাবিদ্যা ক্বাহং ক্বেদং মম ক্ব বা ।
ক্ব বংধ ক্ব চ বা মোক্ষঃ স্বরূপস্য ক্ব রূপিতা ॥৩॥
অর্থ : জ্ঞান বা অজ্ঞতা নেই, ‘আমি’, ‘এ’ বা ‘আমার’ নেই, বন্ধন বা মুক্তি নেই এবং স্ব-প্রকৃতির কোনো বৈশিষ্ট্য নেই।
ক্ব প্রারব্ধানি কর্মাণি জীবন্মুক্তিরপি ক্ব বা ।
ক্ব তদ্ বিদেহকৈবল্যং নির্বিশেষস্য সর্বদা ॥৪॥
অর্থ : আমাকে অপরিবর্তিত করতে, জীবনে কোন অদৃষ্ট কর্ম বা মুক্তি নেই এবং দেহহীন জ্ঞানও নেই।
ক্ব কর্তা ক্ব চ বা ভোক্তা নিষ্ক্রিযং স্ফুরণং ক্ব বা ।
ক্বাপরোক্ষং ফলং বা ক্ব নিঃস্বভাবস্য মে সদা ॥৫
অর্থ : প্রকৃতি ব্যতীত, কর্মের কর্তা বা কর্তনকারী নেই, নিষ্ক্রিয় বা কর্ম নেই, দৃশ্যমান বা অদৃশ্য কিছুই নেই।
ক্ব লোকং ক্ব মুমুক্ষুর্বা ক্ব যোগী জ্ঞানবান্ ক্ব বা ।
ক্ব বদ্ধঃ ক্ব চ বা মুক্তঃ স্বস্বরূপেঽহমদ্বযে ॥৬॥
অর্থ : অ-দ্বৈত বাস্তব রূপে প্রতিষ্ঠিত, জগৎ বা মুক্তির আকাঙ্ক্ষা নেই, যোগী বা দ্রষ্টা নেই, আবদ্ধ বা মুক্ত কেউ নেই।
ক্ব সৃষ্টিঃ ক্ব চ সংহারঃ ক্ব সাধ্যং ক্ব চ সাধনম্ ।
ক্ব সাধকঃ ক্ব সিদ্ধির্বা স্বস্বরূপেঽহমদ্বযে ॥৭॥
অর্থ : অ-দ্বৈত বাস্তব রূপে প্রতিষ্ঠিত, সৃষ্টি বা বিনাশ নেই, কী অর্জন করতে হবে বা উপায় কী, কে অন্বেষী এবং কী অর্জন।
ক্ব প্রমাতা প্রমাণং বা ক্ব প্রমেযং ক্ব চ প্রমা ।
ক্ব কিংচিত্ ক্ব ন কিংচিদ্ বা সর্বদা বিমলস্য মে ॥৮ ॥
অর্থ : চির বিশুদ্ধ আত্মার মধ্যে কোন জ্ঞাতা বা প্রমাণ নেই, জ্ঞাত বা জ্ঞান কিছুই নেই, কম বা অকম কিছু নেই।
ক্ব বিক্ষেপঃ ক্ব চৈকাগ্র্যং ক্ব নির্বোধঃ ক্ব মূঢতা ।
ক্ব হর্ষঃ ক্ব বিষাদো বা সর্বদা নিষ্ক্রিযস্য মে ॥৯॥
অর্থ : সর্বদা কর্মহীন আত্মায় কোন বিভ্রান্তি বা ফোকাস নেই, সঠিক ভেদাভেদ বা ভ্রম নেই, আনন্দ বা দুঃখ নেই ।
ক্ব চৈষ ব্যবহারো বা ক্ব চ সা পরমার্থতা ।
ক্ব সুখং ক্ব চ বা দুখং নির্বিমর্শস্য মে সদা ॥১০॥
অর্থ : এই জগৎ বা অন্য নেই, নিজের জন্য সুখ বা দুঃখ নেই, যিনি চিরন্তন চিন্তামুক্ত।
ক্ব মাযা ক্ব চ সংসারঃ ক্ব প্রীতির্বিরতিঃ ক্ব বা ।
ক্ব জীবঃ ক্ব চ তদ্ব্রহ্ম সর্বদা বিমলস্য মে ॥১১॥
অর্থ : কোন মায়া বা জগৎ নেই, কোন আসক্তি বা বিচ্ছিন্নতা নেই, কোন জীব বা সেই ঈশ্বর চির শুদ্ধ আত্মা নেই।
ক্ব প্রবৃত্তির্নির্বৃত্তির্বা ক্ব মুক্তিঃ ক্ব চ বংধনম্ ।
কূটস্থনির্বিভাগস্য স্বস্থস্য মম সর্বদা ॥ ১২॥
অর্থ : আমার জন্য যিনি চিরস্থায়ী ও অবিভাজ্য, আত্মায় প্রতিষ্ঠিত, তার কোন প্রবৃত্তি বা ত্যাগ নেই, মুক্তি বা বন্ধন নেই।
ক্বোপদেশঃ ক্ব বা শাস্ত্রং ক্ব শিষ্যঃ ক্ব চ বা গুরুঃ ।
ক্ব চাস্তি পুরুষার্থো বা নিরুপাধেঃ শিবস্য মে ॥১৩
অর্থ : কোন উপদেশ বা ধর্মগ্রন্থ নেই, কোন শিষ্য বা গুরু নেই, নিত্য আনন্দময় এবং অ-বিশেষ আত্মার জন্য কিছুই অর্জন করা যায় না।
ক্ব চাস্তি ক্ব চ বা নাস্তি ক্বাস্তি চৈকং ক্ব চ দ্বযম্ ।
বহুনাত্র কিমুক্তেন কিংচিন্নোত্তিষ্ঠতে মম ॥১৪॥
অর্থ : কোন অস্তিত্ব বা অ-অস্তিত্ব নেই, অদ্বৈততা বা দ্বৈততা নেই।আর কি বলার আছে? আমা হইতে কিছুই উৎপন্ন হয় না ।
।। ইতি অষ্টাবক্রগীতা সমাপ্ত ।।