এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৮ অক্টোবর : লখিমপুর খেরির টিকুনিয়া কান্ডের পর মুখ্য অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ওরফে মনুকে শুক্রবার সকাল ১০ টা নাগাদ তলব করেছিল উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । পুলিশের পক্ষ থেকে মন্ত্রীর বাড়িতে নোটিশও সাঁটিয়ে দেওয়া হয় । কিন্তু নির্ধারিত সময়ের পর দু’ঘন্টা পেরিয়ে গেলেও তাঁর দেখা মেলেনি । যদিও অভিযুক্ত আশিস মিশ্রের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এদিনই আইনজীবীদের নিয়ে ক্রাইম ব্রাঞ্চের জেরার মুখোমুখি হবেন আশিস ।
প্রসঙ্গত,গত রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয় ৷ তার মধ্যে চার কৃষকের মৃত্যু হয় গাড়ি চাপা পড়ে । এই ওই ঘটনায় আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল । এদিন সকাল দশটায় খেরির রিজার্ভ পুলিশ লাইনসে ক্রাইম ব্রাঞ্চের অফিসে আশিসকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বাড়িতে এনিয়ে নোটিশও সাঁটিয়ে দিয়ে আসে । কিন্তু নির্ধারিত সময়ের দু’ঘন্টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি অভিযুক্তর ।
এদিকে এই মামলা সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায় । জানা গেছে, বৃহস্পতিবার মামলার শুনানির সময় উত্তর প্রদেশ সরকারকে লখিমপুর খেরির ঘটনার স্টেটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন বিচারক । আদালত সরকার পক্ষের কাছে জানতে চায় এই মামলায় কত জন গ্রেফতার হয়েছে ? কতগুলো এফআইআর দায়ের করা হয়েছে ? এনিয়ে আজ ডিটেল রিপোর্ট পেশ করার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রীম কোর্ট ।।