প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ জুলাই : কোভিড অতিমারিতে এলাকার তথ্য সংগ্রহে বের হওয়া আশা কর্মীকে মারধোরের অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্য্যক্তি । ধৃতের নাম সুফল হাজরা।পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার রাইগ্রামে তার বাড়ি। আক্রান্ত ওই এলাকারই আশা কর্মী শম্পা হাজরার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সুফল হাজরাকে গ্রেপ্তার করে । শনিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷
পুলিশ ও স্থানীর সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের রাইগ্রাম নিবাসী আশা কর্মী শম্পা হাজরাকে কাজের সূত্রে এলাকার খোঁজখবর রাখতে হয় । কোভিড অতিমারির কারণে জারি থাকা বিধিনিষেধের মধ্যে বাইরের লোকজন কেউ এলাকায় এসেছেন কিনা সেই বিষয়েও শম্পা হজরাকে খোঁজ খবর রাখতে হয় । অভিযোগ শুক্রবার দুপুরে আশাকর্মী শম্পা হাজরা এলাকার তথ্য সংগ্রহ করার জন্য যখন যাচ্ছিলেন তখন কয়েকজন তাঁকে অকারন গালমন্দ করে । তিনি প্রতিবাদ করলে তাঁকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ।আক্রান্ত আশাকর্মী ওই দিনই ঘটনা সবিস্তার মন্তেশ্বর থানায় জানান । পুলিশ ঘটনায় অভিযুক্ত সুফল হাজরাকে গ্রেপ্তার করে ।।