🌼 “বিবেক বৈরাগ্য না হ’লে কিছু হয় না । বৈরাগ্য অনেক প্রকার ! এক রকম আছে মর্কট-বৈরাগ্য – সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য ! – সে বৈরাগ্য বেশী দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য- সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যা বোধ।
বৈরাগ্য একবারে হয় না। সময় না হ’লে হয় না। তবে একটি কথা আছে—শুনে রাখা ভাল। সময় যখন হবে তখন মনে হবে- ও ! সেই শুনে ছিলাম !
আর একটি কথা। এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু ক’রে কমে। মদের নেশা কমাবার জন্যে একটু একটু চালুনির জল খেতে হয় । তা হ’লে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে ।”
কথামৃত – ৪/১৬/২