এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২০ জানুয়ারী : কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর নাকি ঠান্ডা লাগে না । তিনি নাকি ‘যোগ বলে’ শীততাপ জয় করে ফেলেছেন – দেশবাসীকে এমনই ইঙ্গিত দেওয়ার চেষ্টা হয়েছিল কিছুদিন আগে । স্বয়ং রাহুল গান্ধীও সাংবাদিকদের সম্প্রতি বলেছিলেন,তিনি তাঁর নাম বাড়িতে রেখে এসেছেন । কে রাহুল গান্ধী ? তাঁর কথায়,’মানুষ ঠান্ডাকে ভয় পায় বলেই তাদের ঠান্ডা লাগে । কিন্তু তিনি ঠান্ডাকে ভয় পান না,তাই তার ঠান্ডা লাগে না ।’ অর্থাৎ তিনি দলীয় নেতাদের মতামতকেই পরক্ষে সমর্থন করেছিলেন । কিন্তু কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ জম্মু-কাশ্মীরে পৌঁছতেই প্রবল ঠান্ডায় রাহুলের “তপস্বী” রূপ নিমেষের মধ্যে গায়েব হয়ে গেছে । আজ শুক্রবার ‘ভারত জোড়ো যাত্রা’ জম্মু ও কাশ্মীরের হাতলি মোড় থেকে কাঠুয়া যাওয়ার সময় প্রথমবারের মতো জ্যাকেট ও টুপি পরে হাঁটতে দেখা গেল রাহুল গান্ধীকে । এখন রাহুল গান্ধীর “তপস্বী” ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে । সমালোচকরা বলছেন রাহুল গান্ধী আর পাঁচজনের মত একজন সাদামাটা মানুষ,তিনি আদপেই কোনো শীততাপ জয়ী ‘তপস্বী’ নন ।
বিগত বছরের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে টি-শার্ট পরে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছিলেন রাহুল গান্ধী । চলতি শীতকালে শুধুমাত্র টি-শার্ট পরে পদযাত্রায় অংশ নেওয়ার সাংবাদিকরা এনিয়ে তাকে প্রশ্ন করলে তিনি জবাব দিয়েছিলেন,পদযাত্রার সময় তিনি এমন কিছু মেয়েকে দেখতে পেয়েছিলেন যারা প্রবল ঠান্ডাতেও সোয়েটার পরেনি, তাই তাদের দেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এই যাত্রায় কেবল টি-শার্টেই থাকবেন । এদিকে এই সূযোগে রাহুল গান্ধীকে “শীততাপ জয়ী তপস্বী” হিসাবে তুলে ধরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কংগ্রেসের প্রবীন নেতারা । এখন জম্মু-কাশ্মীরে গরম রাখার পোশাক জ্যাকেট-টুপি পরিহিত রাহুল গান্ধীকে দেখে অনেকে বলছেন, ‘রাহুল বাবা ঠান্ডাকে ভয় পেয়েছেন ।’
এদিকে ‘ভারত জোড়ো যাত্রা’র অঙ্গ হিসাবে আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উত্তোলন করার কথা ছিল রাহুল গান্ধীর । কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওইদিন লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করবেন না রাহুল । কারন হিসাবে তারা লাল চকে জাতীয় পতাকা উত্তোলনকে আরএসএসের এজেন্ডার অংশ বলে এড়িয়ে গেলেও, সমালোচকদের দাবি, জম্মু- কাশ্মীরের মুসলিম ভোটারদের সন্তুষ্ট করতেই কংগ্রেসের এই সিদ্ধান্ত ।।