এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগেই ধস নামল আসাউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম-এ ।মালদা জেলার দশটি টি ব্লকের প্রায় দুই শতাধিক এআইএমআইএম কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে দাবি মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের । অন্যদিকে এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ মালদা জেলা এআইএমআইএম নেতৃত্ব ।
মঙ্গলবার মালদা টাউন হলে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ও সংখ্যালঘু সেলের উদ্যোগে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃনমূল কংগ্রেস কমিটির সভানেত্রী মৌসম নূর, জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস,মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোসারফ হোসেন,জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখ । এদিন আসাউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা সাবির আহমেদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মিম কর্মী তৃণমূলে যোগদান করে বলে দলীয় তরফ থেকে জানানো হয়েছে ।
মিম ত্যাগী সাবির আহমেদ জানিয়েছেন, কোনো পদের আশায় নয়, মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে ও বিজেপিকে রুখতেই তাঁরা তৃনমূলে যোগদান করেছেন । তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মিমের হয়ে কাজ করেছি । কিন্তু আসাউদ্দিন ওয়াইসির দল মুসলিম দরদী দেখালেও আসলে স বিজেপির বি -টিম হয়ে কাজ করছে ।’ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে মালদা জেলায় মিমের কোনো অস্তিত্ব থাকবে না বলে দাবি করেছে তিনি ।
মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মোসারফ হোসেন বলেন, ‘সবে তো মিমে ধ্বস শুরু হয়েছে । নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মিমসহ অন্যান্য দলেও ধ্বস নামবে ।’ যোগদানের পর নবাগতদের উদ্দেশ্যে তিনি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট প্রচারের নির্দেশও দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি ।
অন্যদিকে এআইএমআইএম থেকে তৃণমূলে যোগদানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে নারাজ দলের মালদা জেলা কনভেনার মতিউর রহমান । তিনি বলেন, ‘সাবির আহমেদ আমাদের দলের কোনো পদেই ছিলেন না । এমনকি আমাদের দলের সঙ্গে তাঁর বিশেষ যোগাযোগও ছিল না । অর্থ ও পদের লোভে তৃণমূলে যোগদান করে মিম দলে ছিল বলে নাটক করছেন সাবির আহমেদরা ।’।