জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আসানসোল,৩১ ডিসেম্বর : পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জ-আসানসোল কয়লা খনি অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএলের) খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটছে । বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন জনিত কারণে খনি সংলগ্ন এলাকায় রাস্তায় ধ্বস নামছে, ফাটলের সৃষ্টি হচ্ছে বাড়িঘরে । রাণীগঞ্জ-আসানসোল কয়লা খনি অঞ্চলে দিনের পর দিন এই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে বলে অভিযোগ । এছাড়া দুর্ঘটনা এড়ানোর জন্য কয়লা উত্তোলনের পর ভূগর্ভে যে শূন্যতার সৃষ্টি হয় সেগুলি বালি দিয়ে ভরাট করা নিয়ম । এলাকার বাসিন্দাদের অভিযোগ,নিয়ম থাকলেও সেটা পুরোপুরি মেনে চলা হয়না । ফলে চরম আতঙ্কের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমারী কোলিয়ারি এলাকার কয়েক হাজার বাসিন্দা ।
স্থানীয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মান্নু সিদ্দিকী বলেন,এখানে বিস্ফোরণ না ঘটিয়ে কয়লা খনন করার কথা বলা হলেও ইসিএল নিজের কথা রাখেনি। এছাড়া খনি এলাকা সীমানা প্রাচীর দিয়ে ঘেরার কথা । কিন্তু আজ পর্যন্ত সেই প্রাচীর তৈরি হয়নি। ফলে জীবনের যথেষ্ট ঝুঁকি নিয়ে আমাদের থাকতে হচ্ছে।’ বনজেমারী কোলিয়ারির এজেন্টের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
স্থানীয় বাসিন্দারা জানান,কয়লা খনিতে বিস্ফোরণের কারনে একটি পুরনো স্কুল বাড়ি সহ বেশ কয়েকটি বসত বাড়িতে ফাটল দেখা দিয়েছে। কম্পনের ভয়ে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়তে বাধ্য হচ্ছে। বিস্ফোরণের শব্দে শিশু ও বৃদ্ধরা মাঝেমধ্যেই আতঙ্কে শিউরে উঠছে । এলাকাবাসীর দাবি, সমস্যা নিয়ে একাধিক বার ইসিএল কর্তৃপক্ষকে জানানো হলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এলাকার বাসিন্দারা দাঁড়িয়ে আছে বলে তারা মন্তব্য করেছেন ।।