এইদিন ওয়েবডেস্ক,আলিগড়,২৫ এপ্রিল : বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় আলিগড়ের কোয়ারসি এলাকার স্বর্ণজয়ন্তী নগরে ফলের রসে থুতু ও প্রস্রাব মেশানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । অভিযুক্ত আসাব আহমেদ নামে এক মুসলিম যুবক,যে নিজেকে মনু নামে পরিচয় দিয়েছিল, প্রস্রাব এবং থুতু মিশ্রিত ফলের রস মানুষের কাছে বিক্রি করছিল । একজন মহিলা অধ্যাপক তার মেয়েকে নিয়ে দোকানে জুস পান করতে এসেছিলেন, তার সন্দেহ হয় যে জুসটিতে ভেজাল রয়েছে । বিষয়টি কানাকানি হতেই আশেপাশের লোকেরা জড়ো হয়ে দোকানে ঢুকে ভাঙচুর করে এবং জিনিসপত্র বাইরে ফেলে দেয়। ক্ষুব্ধ লোকজন দোকানদারকে বেধড়ক মারধর করে এবং দোকানদার সুযোগ বুঝে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। স্থানীয় লোকজন জানায় যে, মনু (আসাব আহমেদ) রসের মধ্যে প্রস্রাব ও থুতু মিশিয়ে মানুষকে পান করাচ্ছিল। সিভিল লাইনের সিও অভয় পান্ডে জানিয়েছেন, বাহরাইচের বাসিন্দা আসাব আহমেদের বিরুদ্ধে প্রস্রাব মেশানো ভেজাল ফলের রস বিক্রির অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে। এদিকে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।।

