এইদিন ওয়েবডেস্ক,কুষ্টিয়া,১৫ সেপ্টেম্বর : প্রতি বছর দুর্গাপূজার আবহে বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের ঘটনা কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে । এবছরও তার ব্যাতিক্রম হল না ৷ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া সার্বজনীন পূজা মন্দিরে নির্মিয়মান দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিমা নির্মাণে দায়িত্বরত কারিগররা সেদিন সন্ধ্যায় মন্দিরের বাইরে ছিলেন। সেই সুযোগে জিহাদিরা মন্দিরে ঢুকে করে ভাঙচুর চালায়। তারা দুর্গাপ্রতিমার দুইটি কার্তিক মূর্তির হাত ও মাথা এবং সরস্বতীর হাত ভেঙে ফেলে। পাশাপাশি মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফুটেজও নিয়ে যায়। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং বৃষ্টি হচ্ছিল৷ ফলে স্থানীয় হিন্দুরা টের পায়নি । রাত প্রায় ৯টার দিকে স্থানীয়রা মন্দিরে এলে প্রতিমাগুলোকে ভাঙা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম), কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মহম্মদ হাসান ইমামসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছে,ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।।