এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ সেপ্টেম্বর : দুর্গোৎসব যত এগিয়ে আসছে ততই বাংলাদেশে বাড়ছে প্রতিমা ভাঙচুরের প্রবণতা । অসম্পূর্ণ দূর্গা প্রতিমা থেকে শুরু করে প্রাচীন মন্দিরের কালীমূর্তি পর্যন্ত নিশানা করছে জিহাদিরা । জানা গেছে,শনিবার গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি গ্রামের প্রাচীন শ্মশান কালী মন্দিরে চড়াও হয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীদল । মা কালী, মহাদেবের মৃন্ময় মূর্তি ব্যাপক ভাঙচুর চালায় তারা । মন্দিরের সবকিছু লন্ডভন্ড করে দেয় । খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । তবে সোমবার রাত্রি পর্যন্ত গ্রেফতারির কোনো খবর নেই ।
প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকেও । রবিবার রাতে কুষ্টিয়া জেলার লাহিনী গ্রামের কর্মকার পাড়ায় একটি অসম্পূর্ণ দূর্গা প্রতিমা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা । পূজোর ঠিক মুখেই প্রতিমা ভাঙচুর হওয়ায় বিপাকে পড়ে গেছেন উদ্যোক্তারা । এনিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও ইসলামি কট্টরপন্থীদের হামলার আশঙ্কায় ভয়ে তাঁরা মুখ খুলতে পারছেন না ।
এদিকে আসন্ন দুর্গোৎসবের সময় কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে শেখ হাসিনা সরকার । তার মধ্যে আজান ও নামাজের সময় পুজা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে । এনিয়ে হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । হিন্দুদের অভিযোগ, তাঁদের প্রতি তৃতীয় শ্রেণীর নাগরিকের মত আচরণ করছে রাষ্ট্র ।।