শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : লরির পিছু পিছু আসছিল একটি যাত্রীবাহী টোটো । হঠাৎ লরিটি রাস্তার বাম দিকে ঘুরে । সেই সময় লরির পিছনের ইন্ডিকেটরে কোনো সঙ্কেত দেওয়া হয়নি বলে অভিযোগ । যার জেরে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা দেয় । দুর্ঘটনায় আহত হয় একজন ৬ বছরের প্রতিবন্ধী শিশুসহ ৬ জন । দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারের একটি হোটেলের কাছে৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ।
জানা গেছে,কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর দিকে আসছিল টোটোটি। টোটোতে চালকসহ মোট ৬ জন ছিল । সামনেই ছিল লরিটি । টোটোটি কুসুমগ্রামের ওই হোটেলের কাছে আসতেই লরিটি গতি কমিয়ে বাম দিকে ঘুরে যায়৷ সেই সময় লরির পিছনের ইন্ডিকেটরে সঙ্কেত দেওয়া হয়নি বলে অভিযোগ । যেকারণে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে । প্রচন্ড ঝাঁকুনিতে চালকসহ যাত্রীরা ছিটকে পড়ে । এই দুর্ঘটনায় আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে । তারা হল : তাললিমা শেখ, ইয়াকুব শেখ, ওমান শেখ ও সৌরভ হাজরা । পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার পুলিশ ।।