প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ এপ্রিল : পরিত্যক্ত বাড়িতে ব্যাগে ভরে রাখা একাধিক কৌটো ঘিরে বর্ধমানের তালিতে ছড়ালো বোমাতঙ্ক ।রবিবার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পয়ে ঘটনাস্থলে পৌছায় দেওয়ানদিঘি থানার পুলিশ।ওই জায়গায় সাধারণ মানুষেরযাতায়াত বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। ব্যাগ ভর্তি কৌট কারা ওই পরিত্যক্ত বাড়িতে রাখলো, প্রকৃতই সেগুলি কি বোমা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ।
বর্ধমানের তালিতের ঝাপানতলা ও ডাঙ্গাপাড়ার মাঝামাঝি এলাকায় রয়েছে ওই পরিত্যক্ত বাড়িটি ।টিনের চাল আর মাটির দেওয়ালের দোতলা বাড়ির নিচের তলার একটি ঘরে ব্যাগের ভিতরে ভরা রয়েছে কয়েকট কৌটো ।ওই পরিত্যাক্ত বাড়িটির
আশপাশে অনেক গৃহস্থ পরিবারের বসবাস রয়েছে।স্থানীয় বাসিন্দা সৌমেন ভট্টাচার্য্য বলেন ,এদিন বেলায় তিনি ওই পরিত্যক্ত বাড়ির নিচেতলার একটি ঘরে ব্যাগে ভর্তি কৌটগুলি দেখতে পেয়ে এলাকার সবাইকে জানান । গ্রামবাসীরা পুলিশে খবর দেয় ।
পুলিশ এসে ব্যাগে ভর্তি কৌট গুলি প্রত্যক্ষ করে ওই বাড়ির সামনে থাকা সবাইকে সরিয়ে দেয় । পুলিশ বাড়িটি ঘিরে রেখো বোম স্কোয়াডে খবর দেয়।সৌমেন বাবু সহ এলাকার সবাই আশঙ্কা করছেন ব্যাগে কৌট বোমা ভরে রাখা থাকতে পারে ।পঞ্চম দফার ভোট মিটতে না মিটতে বোমাতঙ্কে এখন দিশেহারা ঝাপানতলা ও ডাঙ্গাপাড়ার বাসিন্দারা ।
এলাকার বধূ প্রিয়ান বন্দ্যোপাধ্যায় বলেন ,বোম বারুদ এই সব তাঁদের এলাকায় আগে কোন দিনও উদ্ধার হয়েছে বলে জানা নেই ।তাঁদের বাড়ির কাছের একটি পরিত্যক্ত বাড়িতে ব্যাগে ভরে কেউ বোমা রেখে গেছে শুনে আতঙ্কে রয়েছেন ।এলাকাবাসীর কেউ কেউ আবার বলেন ,শনিবার ভোটের দিন এলাকা অশান্ত করতে হয়তো দুস্কৃতিরা এলাকায় বোমা আমদানি করেছিল ।পুলিশের বক্তব্য , দমকল ও মেডিকেল টিমের উপস্থিতিতে বোমস্কোয়াড ৫ টি কৌট বোমা উদ্ধার করেছে। এদিন সন্ধ্যায় উদ্ধার হওয়া বোমাগুলি দামোদরের চরে নিয়ে গিয়ে নিষ্কৃয় করা হয় ।।