প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ নভেম্বর : কোভিড সংক্রমনের প্রভাব কমায় দীর্ঘদিন বাদে খুলেছে স্কুল। আর স্কুলতে না খুলতেই কোভিড আক্রান্ত হলেন দুই স্কুল শিক্ষক । কয়েকজন শিক্ষক আবার জ্বরে আক্রান্ত হয়ে পড়েছেন । তার কারণে ফের তালা পড়লো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে । শিক্ষকদের কোভিড আক্রান্ত হয়ে পড়ার বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়ে আপাতত দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে গোটা স্কুল বিল্ডিং স্যানিটাইজেশনের কাজ ।ঘটনা জানার পর উদ্বেগ বেড়েছে বিদ্যালয়ের পড়ুয়া ও অবিভাবক মহলে ।
বিদ্যালয় কর্তৃপক্ষের কথায় জানা গিয়েছে , দু দিন আগে স্কুলেরই এক শিক্ষক স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর করোনা সংক্রমণ ধরা পরার বিষয়টি জানান । এরপর স্কুলের আর এক শিক্ষক জ্বরে আক্রান্ত হয়ে পড়ার পর তিনিও কোভিড টেস্ট করান । রিপোর্টে তাঁরও কোভিড পজিটিভ ধরা পড়ে । কোভিড পজিটিভ ধরা পড়া এই দুই শিক্ষক ছাড়াও জ্বরে আক্রান্ত হয়েছেন স্কুলের কয়েকজন শিক্ষক । এদিন তাঁরাও কোভিড টেস্ট করান । ওই সকল শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকা পড়ুয়াদেরও কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।
এই বিষয়ে এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন,স্কুল খুলতে না খুলতে শিক্ষকদের কোভিড আক্রান্ত হয়ে পড়াটা সত্যি উদ্বেগের বিষয় । তাই আগামী দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।কোভিড পজিটিভ ধরা পড়া শিক্ষকদের ক্লাসে হাজির হওয়া পড়ুয়াদের কোভিড টেস্ট করানো হবে । পরিস্থিতি বিচার করে স্কুল খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিধায়ক জানিয়েছেন ।।