এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ জুন : লোকসভার ফলাফল ঘোষণা হতেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে জার ভর্তি ৩০ টি তাজা বোমা উদ্ধার হল । আজ বুধবার সকালে আউশগ্রামের ২ ব্লকের এড়াল গ্রামের মেঠোপাড়ার রাস্তার ধারে পাকা ড্রেনের ভিতর তিনটি হলুদ রঙের প্লাস্টিকের জারে কুঁড়োর ভিতরে বোমাগুলি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী ৷ পরে দুর্গাপুর থেকে সিআইডি বোম স্কোয়াড এসে গ্রামের ফাঁকা মাঠে জারগুলি নিয়ে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে । এদিকে নিয়ে তৃণমূল- বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে । তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন বোমাগুলি ওই জায়গায় মজুত রেখেছিল । অন্যদিকে বিজেপির অভিযোগ যে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে বোমাগুলি মজুত করে রেখেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এদিকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর,গ্রামের মেঠোপাড়ার পাশ দিয়ে গেছে একটি নিকাশি নালা । কয়েক বছর আগে নালাটি পাকা করা হয় । আজ সকালে পাড়ার কৃষকরা মাঠে গেলে ওই নালার ভিতরে সারি করে রাখা তিনটি হলুদ প্লাস্টিকের জার দেখতে পায় । সন্দেহ হওয়ায় তারা সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেয় । এরপর পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
আউশগ্রাম-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালনের অভিযোগ,’এলাকায় অশান্তি ছড়াতে বিজেপি ওই বোমাগুলি মজুত করে রেখেছিল ।’ অন্যদিকে বিজেপির আউশগ্রাম বিধানসভার কনভেনার চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পালটা অভিযোগ যে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অত বিপুল পরিমান বোমা মজুত করে রেখেছিল । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।