এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ মার্চ : বৃহস্পতিবার নাম ঘোষনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে । তারপর রাত পার হতেই শুক্রবার সকাল থেকে পুরোপুরি প্রচার অভিযানে নেমে পড়লেন মঙ্গলকোটের বিজেপি প্রার্থী রানাপ্রতাপ গোস্বামী । এদিন সকালে মঙ্গলকোটের মুসুরি গ্রামে ঝঙ্কেশ্বরী মন্দিরে পূজো দিয়ে তিনি প্রচার অভিযান শুরু করেন । সকালের দিকে মুসুরি,পলসোনাসহ একাধিক গ্রামে পায়ে হেঁটে প্রচার চালান । তারপর বিকেলের দিকে সারেঙ্গপুর, কাশেমনগর, গতিষ্ঠা প্রভৃতি গ্রামগুলিতে প্রচার সারেন রানাপ্রতাপবাবু ।
রানা প্রতাপ গোস্বামী বলেন, ‘মঙ্গলকোটে সন্ত্রাসের পুরনো ইতিহাস আছে । বাম জমানা থেকেই সন্ত্রাস,খুন দেখে আসছে এলাকার মানুষ । তৃণমূল আসার পরেও অবস্থার পরিবর্তন হয়নি । বরঞ্চ তৃনমূলের দশ বছরের শাসনে সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে শাসকদলের নেতাকর্মীদের দূর্নীতি । আর এই কারনেই সাধারন মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন । মানুষ এবারে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য বদ্ধপরিকর । আজকে প্রচারে বেড়িয়ে তারই প্রতিফলন দেখতে পেলাম ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে সন্ত্রাস ও দুর্নীতিমূক্ত মঙ্গলকোট গড়ে তোলাই তাঁর লক্ষ্য হবে ।
অন্যদিকে কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার জানিয়েছেন, শনিবার থেকে তিনি প্রচার পর্ব শুরু করবেন । এবারে কাটোয়া বিধানসভায় বিজেপি জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বর্ষীয়ান এই নেত্রী ।।