এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৮ জানুয়ারী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্ব মিটতেই খুনোখুনি শুরু হয়ে গেল বাংলাদেশে ৷ আজ সোমবার বাংলাদেশের মাদারীপুরের কালকিনির ফাসিয়াতলা বাজারে নির্দল প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা হয়েছে । মাদারীপুর-৩ আসনের নির্দল প্রার্থী তাহমিনা বেগমের বিজয় মিছিল বের হলে স্থানীয় চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে দুষ্কৃতীদল মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি বোমাবাজি শুরু করে । হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডঃ আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন নির্দল প্রার্থী তাহমিনা বেগম । আজ সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের নেতৃত্বে দুষ্কৃতীদল অতর্কিত হামলা চালায় । মিছিল লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় । এতে আহত হয় অন্তত ১০ জন ।
আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে । বিজয় মিছিলের সামনে ও পেছনে থেকে এই বোমা হামলা চালানো হয় এবং দুষ্কৃতীরা বৃষ্টির মতো বোমা ছুড়ছিল বলে জানিয়েছেন আহতদের আত্মীয়রা । তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
জানা গেছে,আহতদের নাম কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কালিনগর গ্রামের ফরজউদ্দিন সরদারের ছেলের এমরাত সরদার (৪০), একই গ্রামের এরশাদ আলী সরদারের ছেলে আক্কেল আলী সরদার (৪০), দক্ষিণ কানাইপুর গ্রামের আতাউল মৃধার ছেলে আবু বকর (৩০), মিরাকান্দি গ্রামের শাজাহান ফকিরের ছেলে রুবেল ফকির (২৬), একই গ্রামের জামাল চৌকিদারের ছেলে আজিম চৌকিদার (২৫), টুমচর গ্রামের শাহ আলমের ছেলে এসরাক (১৬), আলিনগর গ্রামের বেল্লাল ফকিরের ছেলে রফিক ফকির (২৫) ও বাকিদের নাম জানা যায়নি।।