নীল পাঠক,নন্দীগ্রাম(পুর্ব মেদিনীপুর),১৫ ডিসেম্বর : অবশেষে সব জল্পনার ঘটিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী । বুধবার বিকেল ৪টা নাগাদ বিধানসভায় গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দিয়ে আসেন । এদিকে তার আগে পর্যন্ত নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের সাইন বোর্ড লাগানোই ছিল । কিন্তু শুভেন্দু ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে ফেলা হল বিধায়ক কার্যালয়ের সাইনবোর্ডটি । পরবর্তী কালে ওই কার্যালয়টি শুভেন্দু অধিকারী সহায়ক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে জানা গেছে ।
নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়া মোড়ের অনতিদূরে নন্দনায়েকবাড়ে ছিল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়টি । ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জেতার পর ওই কার্যালয়টির আনুষ্ঠানি উদ্বোধন করেছিলেন শুভেন্দুবাবু । এলাকার মানুষের অভাব অভিযোগের শোনার জন্য তিনি শুরু করেছিলেন জনতার দরবার । মাসে ২ বার করে সরাসরি সাধারন মানুষের সঙ্গে কথা বলে তাঁদের যাবতীয় সমস্যা মেটাতেন শুভেন্দুবাবু । বিগত চার বছর ধরে জনতার দরবারের মাধ্যমে এলাকায় উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিধায়ক । অবশেষে সেই অধ্যায়ের যবনিকাপাত ঘটল এদিন । শুরু হল নতুন অধ্যায়ের ।
এই বিষয়ে শুভেন্দু অধিকারীর অফিসের দায়িত্বে থাকা রাজা দাস বলেন, ‘দু’একদিনের মধ্যেই “শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র” লেখা নতুন সাইন বোর্ড লাগানো হবে । আগের মতোই এলাকাবাসী তাঁদের সমস্যার কথা শুভেন্দু অধিকারীর কাছে জানাতে পারবেন ।’