এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ জানুয়ারী : মদ কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সমন এড়িয়ে গেলেন । বুধবার হাজিরার জন্য কেজরিওয়ালকে তৃতীয় সমন জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । যথারীতি সেই সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী । তিনি ইডির পাঠানো নোটিশটিকে অবৈধ বলে দাবি করে একটি লিখিত উত্তর পাঠিয়েছেন বলে সংবাদসংস্থা এএপির খবর । আম আদমি পার্টি দৃঢ়ভাবে বলেছে যে কেজরিওয়াল এজেন্সির সাথে সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু দাবি করেছে যে তাকে গ্রেফতার করার উদ্দেশ্যে সমন পাঠানো হয়েছে । ‘নির্বাচনের আগে কেন নোটিশ পাঠানোর উদ্দেশ্য হল কেজরিওয়ালকে নির্বাচনে প্রচার করা থেকে বিরত করার একটি প্রচেষ্টা বলেও দাবি করেছে আম আদমি পার্টি ।
আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় গত বছরের ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরের আগের দুটি সমনতে ফেডারেল এজেন্সির সামনে হাজির হতে অস্বীকার করার পরে কেজরিওয়ালকে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল । এটি ছিল ইডির তৃতীয় সমন । কিন্তুতৃতীয়বারের মতো ফের একই কাজ করলেন অরবিন্দ কেজরিওয়াল ।।