এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ ডিসেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালিয়ে ইডি তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করল আম আদমি পার্টি । দিল্লি মদ নীতি কেলেঙ্কারি মামলায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সমন জারি করা সত্ত্বেও, দিল্লির মুখ্যমন্ত্রী শুনানি থেকে অনুপস্থিত ছিলেন । এখন দিল্লির সিএম কেজরিওয়ালকে একই মামলায় গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছে তার দল । আম আদমি পার্টি অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ দলীয় নেতাদের মুখ্যমন্ত্রীর বাসভবনের সাথে সংযোগকারী রাস্তায় প্রবেশ করতে বাধা দিচ্ছে ।
এর আগে কেজরিওয়ালকে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর শুনানিতে উপস্থিত থাকার জন্য তলব করা হয়েছিল । কিন্তু তিনি ইডির জেরার মুখোমুখি হননি । আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মন্ত্রী অতীশি টুইটারে লিখেছেন যে ইতিমধ্যেই ইডি মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান শুরু করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হতে পারে। তার অভিযোগ যে আসন্ন লোকসভা নির্বাচনে কেজরিওয়াল যাতে প্রচারে অংশগ্রহণ করতে না পারে সেজন্যই ইডির এত তৎপরতা ।
এদিকে সিবিআই দাবি করেছে যে মদ সংস্থাগুলি আবগারি নীতি তৈরিতে জড়িত, যাতে তাদের ১২ শতাংশ লাভ হয়েছিল । এমনকি লভ্যাংশের একটি অংশ সরকারী কর্মচারীদেরও দেওয়া হয়েছিল বলে দাবি করেছে সিবিআই ।।