এইদিন ওয়েবডেস্ক,তাওয়াং,২১ ডিসেম্বর : সম্প্রতি ভারতীয় সেনা ও চীনের পিএলএর সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছিল । সেই ভিডিওতে দেখা গেছে চীনা সেনাকে বেদম পেটাচ্ছে ভারতীয় সেনা । তারপর তিব্বতে ব্যাপক সামরিক প্রস্তুতি নিতে শুরু নিতে শুরু করেছে চীন । ফলে দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এই পরিস্থিতিতে চীনকে সতর্ক করে দিলেন তাওয়াং মঠের সন্ন্যাসী ইয়েশি খাওয়ো(Lama Yeshi Khawo) ।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন,’এটি ১৯৬২ নয়,এটা ২০২২ সালের প্রধানমন্ত্রী মোদী সরকারের ভারত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাউকে ছাড়বেন না। আমরা মোদি সরকার এবং ভারতীয় সেনাকে সমর্থন করি ।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের ভারতীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা আছে, যারা তাওয়াংকে সুরক্ষিত রাখবে । ১৯৬২ সালের যুদ্ধের সময়, এই মঠের সন্ন্যাসীরা ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করেছিলেন । চীনা সরকার দাবি করে যে তাওয়াংও তিব্বতের অংশ, কিন্তু তাওয়াং ভারতের অবিচ্ছেদ্য অংশ ।’
পাশাপাশি তিনি বলেন,’চিনা সরকার বরাবরই অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় । এটা একেবারেই অন্যায় কাজ। ওরা ভারতীয় ভূখণ্ডের দিকেও নজর দিচ্ছে। ওরা যদি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এমন কাজ ওদের করা উচিত নয় ।’।