এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৮ ফেব্রুয়ারি : চাকরির টোপ দিয়ে মেয়েদের স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপন ভিডিও তৈরি করে রাখত এক যুবক । চাকরি প্রার্থীদের যাতে সন্দেহ না হয় তার জন্য সে অ্যাপের সাহায্যে মেয়েলি গলায় কথা বলত । পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করত তরুনীদের কাছ থেকে । ঘটনাটি বাংলাদেশের রাজধানী ঢাকার । গত দেড় বছর ধরে এভাবে শতাধিক তরুনীকে ব্লাকমেলিং করে মোটা টাকা কামিয়েছে আল ফাহাদ (১৯) নামের এক যুবক । শেষে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । র্যাব জানিয়েছে, ধৃতের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় । সে তার বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করত ।
বৃহস্পতিবার ঢাকার কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এনিয়ে সাংবাদিক সম্মেলনে করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন । তিনি বলেন,’অনলাইনে প্রতারণার শিকার বেশ কয়েকজন তরুনী সম্প্রতি র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন । অভিযোগের ভিত্তিতে র্যাব তদন্ত শুরু করেছিল । বুধবার রাতে ঢাকার গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে ফাহাদকে আটক করে র্যাব । তার কাছ থেকে একটি ক্যামেরা, দুটি ক্যামেরার লেন্স, একটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড এবং ৪০৩টি ইয়াবা বাজেয়াপ্ত করা হয়েছে ।’
পাশাপাশি তিনি জানিয়েছেন,সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুনীদের আকৃষ্ট করত ফাহাদ ।এজন্য প্রত্যেকের কাছ থেকে সে ৫০০ টাকা করে নিবন্ধন(Registration) ফি নিত। ভিডিও কলে মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়ার নামে কৌশলে তাদের গোপন ভিডিও তৈরি করত । পরে এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করত ।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফেসবুকে বেশকিছু ভুয়া আইডি ব্যবহার করত ফাহাদ । করোনা পরিস্থিতির কারনে প্রার্থীদের করোনাকালীন ভার্চুয়াল মেডিকেল করা হবে বলে সে স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে তরুনীদের গোপন ভিডিও রেকর্ড করত ।অ্যাপের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করত ফাহাদ । তবে পরীক্ষার সময় নিজের মোবাইলের ক্যামেরা বন্ধ রাখত। এভাবে সে শতাধিক নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জেরায় স্বীকার করেছে গুনধর যুবক ।।