দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মোহনপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু বাগদি(১৩) ওরফে আকাশ নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় মুদিখানা দোকানের মালিকসহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম মিলন কুণ্ডু এবং বিশ্বজিৎ পাল । ভাতার থানার মোহনপুরের বাসিন্দা ধৃত দুই ব্যক্তির মধ্যে প্রথমজন হল দোকানদার ও দ্বিতীয়জন তাঁর কর্মচারী । বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয় । ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও তপসিলি সম্প্রদায় সুরক্ষা আইনে মামলা রজু করে শুক্রবার বর্ধমান আদালতে তোলে পুলিশ ।
নিহত কিশোর আকাশ মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল । গত বুধবার তাকে মিলন কুণ্ডুর দোকান থেকে তেল,মশলা কিনতে পাঠিয়েছিল তার মা । সেই সময় ওই কিশোর দোকান থেকে টাকা চুরি করেছে বলে অপবাদ দেয় দোকান মালিক । টাকা ফেরতের জন্য কর্মচারী বিশ্বজিৎ পালকে সে কিশোরের বাড়িতে তাগাদাও পাঠায় । এমনকি কিশোরকে মারধরও করা হয় বলে অভিযোগ নিহত কিশোরের বাবা বাবু বাগদির । আর এতে অপমানিত হয়ে আকাশ বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ । জানা গেছে, ওই দিনই নিহত কিশোরের বাবা দোকান মালিক ও তাঁর কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতেই পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে ।।