এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,১৩ আগস্ট : দিন কয়েক আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে আহমেদ রাজা নামে এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছিল ইউপি এটিএস । ধৃত সন্ত্রাসবাদী মোরাদাবাদ জেলার মুন্ডাপান্ডে থানা এলাকার গুলদিয়ার বাসিন্দা । এটিএস তাকে ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা করে । ধৃত সন্ত্রাসীর সোশ্যাল মিডিয়া চ্যাট ও জেরাতে বেড়িয়ে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ।
আহমেদ রাজার সঙ্গে পাকিস্তান থেকে তালেবানী যোগ এবং সন্ত্রাসী প্রশিক্ষণ চালানোর বিষয় প্রকাশ্যে আসে । জেরায় তদন্তকারী দল জানতে পেরেছে, সন্ত্রাসবাদী আহমেদ রাজা ও তার সহযোগীরা আসন্ন স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল ।
আহমেদ রাজাকে নিজেদের হেফাজতে নেওয়ার পরে, এটিএস দল মোরাদাবাদ, জম্মু কাশ্মীর, অনন্তনাগ, শ্রীনগরে গিয়েও তদন্ত করছে । তবে উপত্যকার সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা তা এখনো প্রকাশ্যে আসেনি ।।