এইদিন ওয়েবডেস্ক,মোগা,২৩ এপ্রিল : উগ্রবাদী প্রচারক তথা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) রবিবার পাঞ্জাবের মোগা (Moga) থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । গত ১৮ মার্চ থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর স্রষ্টা অমৃতপাল সিং । মাত্র তিন দিন আগেই আটক করা হয়েছিল তার স্ত্রী কিরণদীপ কউরকে । তিনি লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে আসতেই পুলিশ তাকে আটক করে । তারপর শুল্ক দফতর কিরণদীপকে নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ।
অনুমান করা হচ্ছে যে স্ত্রীর টানেই মোগার একটি গুরুদ্বারে আসেন অমৃতপাল সিং । টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে গুরুদ্বারে বসে ভাষণ দিচ্ছেন তিনি । তবে তিনি ঠিক কী বলেছেন তা স্পষ্টভাবে শোনা যায়নি । গ্রেফতারীর আগে গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে ধৃত অমৃতপালের মন্তব্য, ‘এখানেই শেষ নয়’। অর্থাৎ জেল থেকে ছাড়া পেলেই ফের বিচ্ছন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাবেন ওই বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন অমৃতপাল ।।