প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ মে : আইনজীবীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো এবং তাঁর ল’ক্লার্ককে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করলো পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কানাইলাল সোনকার, প্রদীপ ঠাকুর ও রাজু মাল। ধৃতদের মধ্যে প্রথম জনের বাড়ি বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকায়। বাকি ধৃতরা শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দা । বর্ধমান থানার পুলিশ বুধবার ভোরে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।এদিনই ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে।ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে শুক্রবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, বর্ধমান আদালতের আইনজীবী দীপক দাসের বাড়ি বর্ধমানের কাঁটাপুকুর এলাকায় । সোমবার সন্ধ্যায় তিনি বাড়ির চেম্বারে কাজ করছিলেন তাঁর ল’ক্লার্ক অভিজিৎ মণ্ডল কে নিয়ে । অভিযোগ সেই সময়ে কয়েকজন অতির্কতে লাঠি, রড প্রভৃতি নিয়ে আইনজীবীর চেম্বারে হামলা চালায়। চেম্বারের আসবাবপত্র, টিভি, ঘরের জানালা ও দরজা ভাঙচুর করা হয়। ল’ক্লার্ক তাতে বাধা দেন। সেজন্য তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। আর্তনাদ শুনে আইনজীবীর মা ল’ক্লার্ককে বাঁচাতে আসেন। তাঁকেও মারধর করা হয়। হামলাকারীরা চেম্বারের আলমারি ভেঙে ৩৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে পালায়। একটি স্কুটিও ভেঙে দেওয়া হয়। ঘটনার কথা জানিয়ে আইনজীবী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ।।