এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর এটিএম কার্ড থেকে ১.৪০ লক্ষ টাকা জালিয়াতি করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমা থানার পশ্চিম সুরেন্দ্রনগরের বাসিন্দা মিলন বারিক (৩৭) ওরফে মিলি এবং একই জেলার বারুইপুর থানার সুবুদ্ধিপুর দেপাড়ার বাসিন্দা জগন্নাথ ঘরামি(৪৮) ওরফে জগা বলে চিহ্নিত করেছে পুলিশ । সোমবার রাতে দীঘা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয়েছে একটা স্করপিও গাড়ি । আজ মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে দু’জনকেই ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে এর আগে কেতুগ্রামে আরও অন্তত ৩ বার তারা এভাবে প্রতারণা করেছিল । এছাড়া উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে ছড়িয়েছিল তাদের প্রতারণার জাল । ওই চক্রের নিশানায় থাকত মূলত বৃদ্ধ বা প্রৌঢ় ব্যক্তিরা ।
জানা গেছে,প্রতারিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী হলেন কেতুগ্রাম থানার আমগড়িয়া গ্রামের বাসিন্দা পার্থসারথি রায় (৬২) । গত ৭ আগষ্ট কেতুগ্রামের কাঁদরায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি । সেই সময় এটিএমের ভিতরে দুজনকে অজ্ঞাত ব্যক্তিকে তিনি দেখতে পান । পরে তিনি টাকা তুলতে গেলে এটিএম কার্ডটি দুইবার মেশিনে ভরেও টাকা তুলতে পারেননি । তখন ওই দু’জনের মধ্যে একজন টাকা তুলে দেওয়ার কথা বলে এটিএম কার্ড তার কাছ থেকে নেয় । সরল বিশ্বাসে তাকে পিন নম্বরও বলে দেন তাকে । কিন্তু ওই ব্যক্তিও কার্ড ভরার পর টাকা ওঠেনি । এরপর তিনি কার্ড নিয়ে বাড়ি চলে আসেন । পরে তিনি জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৩৯ হাজার ৪৮৯ টাকা তুলে নেওয়া হয়েছে । তিনি বলেন,’আমার এটিএম কার্ডটি পরীক্ষা করে দেখি আমাকে একটি নকল কার্ড দেওয়া হয়েছে । টাকা তুলতে যাওয়ার সময় ব্যস্ততার কারনে আমি তখন কার্ডটা পরীক্ষা করে দেখিনি । আর আমার এই সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে ওই প্রতারক ।’
জানা গেছে,গত ১২ আগষ্ট আমগড়িয়া গ্রামের বাসিন্দা পার্থসারথি রায় কেতুগ্রাম থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে এটিএমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুই প্রতারক ও তাদের স্করপিও গাড়িটি দেখতে পায় পুলিশ । গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে পুলিশ প্রতারকদের মোবাইল নম্বর পেয়ে যায় । মোবাইল নম্বরের লোকেশন জানতে পেরে সোমবার রাতে দীঘায় হানা দিয়ে পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করে ।।