এইদিন ওয়েবডেস্ক,সিঙ্গাপুর,২৩ জুন : ভ্যাকসিন না নিলে গ্রেফতার ! নিজের দেশের বাসিন্দাদের উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি রোড্রিগো দুতের্তে । করোনার দ্বিতীয় ঢেউ ভয়ানক আকার ধারন করেছে ফিলিপিন্সে । এই পরিস্থিতিতেও দেশের একটা বড় অংশ ভ্যাকসিন নিতে আগ্রহী নয় দেখে সুর চড়িয়েছেন রাষ্ট্রপতি । শুধু গ্রেফতারির হুঁশিয়ারিই নয়,তিনি ওই সমস্ত দেশবাসীদের দেশ ছেড়ে ভারত অথবা আমেরিকা যাওয়ারও পরামর্শ দিয়েছেন ।
দক্ষিন-পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে বেশি করোনা সংক্রমিত দেশগুলির মধ্যে অন্যতম হল ফিলিপিন্স । ১১ কোটির কিছু অধিক জনসংখ্যা বিশিষ্ট এই দেশে করোনা সংক্রমনের সংখ্যা ১৩ লাখেরও বেশি । ইতিমধ্যে ২৩ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন । এছাড়া প্রতিদিন প্রায় ৩ হাজার করে নতুন সংক্রমণের ঘটনা সামনে আসছে । এই পরিস্থিতিতেও করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী নয় দেশের অর্ধেকের বেশি মানুষ । তাঁদের ধারনা করোনা ভ্যাকসিন সুরক্ষিত নয় ।
দেশবাসীর এই মতিগতিতে অসন্তুষ্ট ফিলিপিন্সের রাষ্ট্রপতি রোড্রিগো দুতের্তে । স্থানীয় মিডিয়ায় এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে দুতের্তে বলেছেন, ‘আমাকে ভুল ভাববেন না । আজ দেশ রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে । ভাইরাসকে রুখতে গেলে আমাদের প্রচেষ্ঠা আরও ৩ গুন বাড়াতে হবে । আপনারা যদি ভ্যাকসিন না নিতে চান তাহলে আপনাদের গ্রেফতার করা ছাড়া উপায় নেই । আমরা এমনিতেই সমস্যার মুখে রয়েছি আর আপনারা আরও সমস্যা বাড়িয়ে তুলছেন ।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমাকে বাধ্য করবেন না । আমার এটা করার ক্ষমতা আছে । যদিও মন থেকে আমি এটা করতে চাই না । কিন্তু আপনারা যদি ভ্যাকসিন না লাগান তাহলে ফিলিপিন্স ছেড়ে চলে যেতে পারেন । আপনারা ভারত অথবা আমেরিকা চলে যান । আর যদি এখানে থাকেন তাহলে আপনারা আরও ভাইরাস ছড়াবেন । তাই সকল দেশবাসীর কাছে অনুরোধ করোনার টিকা নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করুন ।’।