দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ মে : মাদ্রাসার তালা ভেঙে চুরির ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । কেতুগ্রাম ১ ব্লকের কাঁটারি গ্রামে রয়েছে ওই হাইমাদ্রাসাটি । উচ্চমাধ্যমিক পরীক্ষার পর ১৬ এপ্রিল থেকে মাদ্রাসাটি টানা বন্ধ ছিল । ২০ মার্চ খোলে । মাদ্রাসার টিচার ইন চার্জ রওশনারা খাতুন জানিয়েছেন,মাদ্রাসায় এসে তাঁরা দেখতে পান ঘরের তালা ভাঙা । এরপর অফিস ঘরে ঢুকতেই নজরে পড়ে দুটি কমপিউটার, একটি ইউপিএস, সিপিইউ, কি বোর্ড,একটি সিলিং ফ্যান ও একটি মাইক্রো ওয়েভ ওভেন চুরি হয়ে গেছে । এরপর তিনি কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । শুক্রবার রাতে গ্রেফতার করা হয় চুরির ঘটনায় যুক্ত দু’জনকে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম জমির শেখ ও মিন্টু দফাদার ৷ তাদের বাড়ি যথাক্রমে কেতুগ্রাম থানার কাঁচরা দক্ষিনপাড়া ও কাঁটারি গ্রামে । শনিবার ধৃতদের কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে তাদের ৬ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।