এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,১৪ অক্টোবর : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসক ও নার্সকে মারধরের ঘটনায় ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ ধৃতদের রায়গঞ্জ থানার কুমারজোল গ্রামের বাসিন্দা আরিফ সরকার ও মহম্মদ কায়েম নামে চিহ্নিত করেছে । ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করে রবিবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় ।
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (আরজিএমসিএইচ) চিকিৎসক ও নার্সদের মারধরের ঘটনা ঘটে চলতি মাসের ৭ তারিখে । এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে মৃতার পরিবারের ১৫ জনের একটি দল হাসপাতালে মেডিসিন বিভাগে ঢুকে একজন মহিলা ডাক্তার সহ দুই চিকিৎসক এবং একজন নার্সকে মারধর করে বলে অভিযোগ । এই ঘটনায় আরজিএমসিএইচ কর্তৃপক্ষ রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে । তার ভিত্তিতে ওই ২ জনকে গ্রেফতার করা হয় । এদিকে এই ঘটনার পর ফের রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে । একের পর এক হামলার ঘটনা ঘটতে থাকায় চরম আতঙ্কে ভুগছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এর আগে গত আগস্ট মাসে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলার ঘটনা ঘটেছিল । ডঃ জিতেন্দ্র সিং তাঁর ফেসবুক পেজে সেই ঘটনার বিবরণে লিখেছিলেন,’আবারও ডাক্তার লাঞ্ছনার ঘটনা । এখন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ মেডিকেল কলেজে ২৭/৬/২৪ তারিখে রাত ১১টার দিকে। হাউসস্টাফ এবং ইন্টার্নরা রাজনৈতিক গুন্ডাদের দ্বারা নির্মমভাবে লাঞ্ছিত হয়েছিল । এ ঘটনায় অন্তত ৭-১০ জন ইন্টার্ন ও হাউসস্টাফ আহত হয়েছেন।দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রী ও প্রশাসনের সকলের প্রতি আহ্বান জানাই।’।