প্রদীপ চট্টোপাধ্যয়,বর্ধমান,২৭ নভেম্বর : বেআইনি ভাবে বাড়িতে বিদেশী মদ মজুত করে বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি । ধৃতের নাম গোপাল মণ্ডল। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর স্টেশন বাজার এলাকায়। পুলিশের দাবি ধৃতের বাড়ি থেকে ১৬০ লিটারেরও বেশী পরিমাণে বিদেশী মদ উদ্ধার হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শনিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গোপাল মণ্ডল লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রেতা নন । তবুও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের বাড়িতে বিদেশী মদ মজুত করে চড়া দামে বিক্রী করতেন। তা নিয়ে দেবীপুরের বাসিন্দারা আপত্তি জানালেও গোপালবাবু মদ বিক্রী বন্ধ করেন নি বলে অভিযোগ । বিষয়টি জানার পর শুক্রবার রাতে মেমারি থানার পুলিশ গোপাল মণ্ডলের বাড়িতে হানা দেয় ।তল্লাশীতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিদেশী মদ । এরপরেই পুলিশ ওই মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি মদ বিক্রেতা গোপাল মণ্ডলকে গ্রেপ্তার করে ।।