এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৮ মার্চ : ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হল বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহিকে । সৌদি আরবে ওমরাহ হজ পালনের জন্য গিয়েছিলেন মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার । কিন্তু শনিবার মাহি দেশে ফিরলেও ফেরেননি রকিব । এদিকে সৌদি আরব থেকে দেশে ফেরার পর বেলা পৌনে ১২ টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ । গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (উত্তর) মোহম্মদ ইব্রাহিম খান মাহিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ।
পরে ধৃত অভিনেত্রীকে গাজীপুর আদালতে তুলে পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । কিন্তু বিচারক পুলিশ হেফাজত মঞ্জুর না করে অভিনেত্রীকে কারাদণ্ডাদেশ দেন । জানা গেছে,বেলা দেড়টার দিকে কারাগারে পাঠানো হয় অভিনেত্রী মাহিয়া মাহিকে ।
প্রসঙ্গত,ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী । এরপর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ । সেই মামলাতেই এদিন গ্রেফতার করা হয়েছে মাহিকে ।।