প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ জুলাই : দামোদরের নিষিদ্ধ এলাকা থেকে বালি তুলে পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করলো পুলিশ । ধৃতদের নাম শেখ আসিফ হোসেন, জাকির হোসেন, সুরজিৎ ঘোষ ও রঞ্জিৎ রুইদাস । ধৃতদের মধ্যে আসিফ ও জাকিরের বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার পুরষায় । অপর দুই ধৃত গলসি থানারই শিল্যাগ্রামে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গলসির সিমাসিমি মৌজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে । সেখান থেকেই পুলিশ একটি যন্ত্রবাহিত নৌকা, জেসিবি, ট্রাক ও বালি তোলার মেশিন বাজেয়াপ্ত করেছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে। তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার এদিন ধৃত আসিফকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় । সিজেএম আসিফের ২ দিনের পুলিশি হেফাজত ও বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে,গলসির সিমাসিমি মৌজায় যন্ত্রচালিত নৌকায় মেশিনের সাহায্যে দামোদর থেকে বালি তোলা হচ্ছিল। ওই বালি মজুত করে বিভিন্ন জায়গায় পাচারও করা হচ্ছিল। সেই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে গলসি-১ ব্লকের বিএলআরও দপ্তরের কর্মীরা ও পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলেই ধরা পড়ে ৪ জনকে । বিএলআরও দপ্তরের দাবি যেখান থেকে বালি তোলা হচ্ছিল সেটি নিষিদ্ধ এলাকা। সেখান থেকে বালি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করেই যন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। ওইদিনই গলসি-১ বিএলআরও কৌশিক বন্দ্যোপাধ্যায় অভিযোগ দায়ের করলে পুলিশ ৪ জনকেই গ্রেপ্তার করে ।।