দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার রাজিপুর গ্রামে জমির দখল ঘিরে দুই মুসলিম পরিবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ২ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা হল শেখ ইয়ার মহম্মদ এবং তার ভাগনা শেখ সাহিল । রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় । দেড় বিঘা পরিমাণ একটি জমির দখল ঘিরে শনিবার সকালে ইয়ার মহম্মদ ও তার জামাইবাবু শেখ নুর মহম্মদের পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায় । জমিটিতে বোরো ধান চাষ করেছেন নুর মহম্মদ । কিন্তু ইয়ার মহম্মদ ও তার ছেলেরা মিলে জমিতে সার ছিটিয়ে দখল নিতে যায় বলে অভিযোগ । শেখ নুর মহম্মদ ও তার ছেলেরা বাধা দিতে গেলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয় । তার মধ্যে নুর মহম্মদ ও তার বড় ছেলে শেখ নাজমুল হাসানকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ । বর্তমানে ওই দু’জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে ঘটনার দিন জখম নুর মহম্মদের বাবা মতিয়ার রহমান এনিয়ে শেখ ইয়ার মহম্মদ সহ কয়েকজনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । পালটা অভিযোগ দায়ের করেন শেখ ইয়ার মহম্মদের স্ত্রী তামেনা বেগম । অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করে পুলিশ ।।