প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ জুলাই : জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেপ্তার হলেন দুই ব্যক্তিকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম শেখ জহিরউদ্দিন ও দীনবন্ধু মণ্ডল । ধৃতদের মধ্যে জাহিরউদ্দিনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় গ্রামে । অপরজন শক্তিগড়ের দানগাছা এলাকার বাসিন্দা ।শক্তিগড় থানার পুলিশ বুধবার সকালে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে স্থানীয় বড়শুল-২ পঞ্চায়েত প্রধানের নকল সিল পাওয়া গিয়েছে। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিনই ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । সিজেএভ ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ জুলাই ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, শক্তিগড় থানার টোটোপাড়ার বাসিন্দা কাশীনাথ ঘোষ কয়েকদিন আগে বড়শুল-২ পঞ্চায়েত প্রধানের কাছে ওয়ারিশন সাির্টফিকেটে সই করাতে যান । সার্টিফিকেটটি দেখে পঞ্চায়েত প্রধানের সন্দেহ হয়। তিনি সেটি ভালো করে পরীক্ষা করার পর সার্টিফিকেটটি জাল বলে তিনি নিশ্চিত হন। প্রধান খোঁজ নিয়ে আরও জানতে পারেন যে মেমো নম্বরে সাির্টফিকেটটি দেওয়া হয়েছে সেই নম্বর পঞ্চায়েত অফিসে নথিভুক্তই নেই। তাছাড়া প্রধানের যে সিলটি ব্যবহার করা হয়েছে সেটিও নকল বলে তিনি নিশ্চিত হন । এর পর সার্টিফিকেটের বিষয়ে প্রধান কাশীনাথকে জিজ্ঞাসাবাদ করে জহিরউদ্দিন ও দীনবন্ধুর নাম জানতে পারেন । তারপরেই পঞ্চায়েত প্রধান ঘটনার কথা জানিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার ধারায় মামলা রুজু করে থানা। এদিন কাশীনাথকে নোটিশ পাঠিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ। কাশীনাথ থানায় গিয়ে জাল সাির্টফিকেটটি তাঁকে জহিরউদ্দিন ও দীনবন্ধু জোগাড় করে দিয়েছে বলে জানান। এদিন পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে ।।