শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : ফের চোলাই মদের বিরুদ্ধে অভিযান পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের । বাড়িতে বসে অবৈধভাবে চোলাই মদ বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানায়, ধৃতদের নাম সঞ্জয় পন্ডিত ও মাধব দাস । তাঁদের বাড়ি যথাক্রমে ভাতার ব্লকের নিত্যানন্দপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর ও মঞ্জুলা গ্রামে । রবিবার রাতে হানা দিয়ে মোট ৩০ লিটার চোলাই মদসহ তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ । সোমবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ভাতারের নিত্যানন্দপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সঞ্জয় কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার হয় । পাশাপাশি ওই এলাকায় মঞ্জুলা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ মাধব দাস কে গ্রেপ্তার করে ৷ তার কাছ থেকেও পুলিশ ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে । ভাতারের বিভিন্ন প্রান্তে চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছে ভাতার থানার পুলিশ ৷।