দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ এপ্রিল : পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূলের উদ্যোগে আয়োজিত ইফতারে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় তিন মহিলাসহ ১০ জনকে গ্রেফতার করল পুলিশ । জানা গেছে,শুক্রবার ভাতারের মোহনপুর গ্রামে ইফতারের আয়োজন করেছিল শাসকদল । আর তখনই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায় । মহিলারাও একে অপরের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় । ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সামনেই দু’পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে । যদিও আগেই সেখানে কিছু পুলিশকর্মী মজুত ছিল । কিন্তু সংখ্যায় নগন্য হওয়ায় ঝামেলা থামাতে গিয়ে তাঁদের কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় । শেষে ভাতার থানা থেকে আরও কিছু পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ইফতারের পাশাপাশি ওইদিন দুঃস্থ মুসলিম পরিবারের মধ্যে বস্ত্র বিতরনেরও কথা ছিল । কিন্তু সংঘর্ষের জেরে সব লাটে ওঠে ।
জানা গেছে,মোহনপুর গ্রামের বাসিন্দা স্থানীয় তৃণমূল নেতা শেখ সফি এনিয়ে তাঁর দলেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । আর তাঁর অভিযোগের ভিত্তিতে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ইয়াসিন কাজি, রামু বাগদি, শেখ নয়ন, সোমা মাজি,বুদি বাগদি, হারাধন কাজি,সমীর কাজি,ইবাদত কাজি,শ্যামল দাস বৈরাগ্য ও মাসবুদা বিবি কাজি । ধৃতরা প্রত্যেকেই মোহনপুর গ্রামের বাসিন্দা ৷ শুক্রবার রাতে গ্রাম থেকেই তাঁদের গ্রেফতার করা হয় । শনিবার ধৃতদের বর্ধমান আদালতেই পাঠায় পুলিশ । তবে ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা দেবাশীষ সামন্ত ওরফে নয়ন ফেরার বলে জানা গেছে ।
দলীয় সুত্রে খবর,ইফতার ও বস্ত্র বিতরণের আয়োজন চলাকালীন দেবাশীষ সামন্তর অনুগামীরা দাবি করেন তাঁরাই এতদিন এই ইফতারের আয়োজন করে এসেছেন । অথচ এবারে তাঁদের কিছু না জানিয়েই এই ইফতারের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানটি ‘হাইজ্যাক’ করে নেওয়ার অভিযোগ তোলেন দেবাশীষবাবুর অনুগামীরা । আর এনিয়ে দু’চার কথা হতে হতেই দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ।।