এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ফেব্রুয়ারী : কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সলমান খুরশিদের (Salman Khurshid) স্ত্রী লুইস খুরশিদের (Louis Khurshid) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এমপি-লেজিসলেটিভ কোর্ট । বুধবার স্পেশাল পার্লামেন্ট-লেজিসলেটিভ কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাম্বভি লুই খুরশিদসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন ।
জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্ট নামের স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন লুইস খুরশিদ । সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল । ২০০৯-২০১০ সালে ভজিপুর অঞ্চলে লুই খুরশিদের ডাঃ জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা কৃত্রিম অঙ্গ এবং সরঞ্জাম বিতরণ করা হত এর আগেও জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব। ২০১২ সালে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের আমলে সেই অভিযোগ বেশি আমল পায়নি । তবে যোগী আদিত্যনাথের শাসনকালে ফের লুইস খুরশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ।
২০১৭ সালে এই বিষয়ে ভজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এফআইআর-এ লুই খুরশিদ ও সংগঠন সম্পাদক মোহাম্মদ আতহার ফারুকির নাম ছিল । দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। পরে আদালত একাধিকবার সমন জারি করলেও আসামিরা মামলায় হাজির হননি বা জামিন পাননি । এবার জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে ।।