এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৪ জুলাই : প্রথম বিবি রোশেনারা খাতুনকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন বীরভূমের নলহাটির কয়থার এলাকার বাসিন্দা সেনা কর্মী জিয়ারুল শেখ। তার দ্বিতীয় স্ত্রী শোভা ওরফে হাবিবা খাতুনের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় । নিজের কাকা সামসের শেখকে শ্বশুর সাজিয়ে দ্বিতীয় স্ত্রীর ভুয়ো আধার-প্যান-ভোটার কার্ড তৈরি করে রীতিমতো সংসার পেতেছিলেন তিনি। কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিলেন প্রথম স্ত্রী । স্বামীর এই প্রকার কর্মকান্ড সরাসরি প্রশাসনের নজরে এনেছেন রোশেনারা । রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ।
জানা গেছে,২০১৮ সালে বিয়ের পর পারিবারিক অশান্তির কারনে প্রথম স্ত্রী রোশেনারা খাতুনকে বাড়ি থেকে বের করে দেন জিয়ারুল শেখ । ২০২৩ সালে কর্মসূত্রে পুনেতে থাকার সময় খুলনার বাসিন্দা শোভা ওরফে হাবিবার সঙ্গে তার পরিচয় হয় । সেই বছরেই জিয়ারুল নিজের কাকা সামসের শেখকে শ্বশুর বানিয়ে হাবিবাকে বিয়ে করেন বলে অভিযোগ রোশেনারার । তারপর সামসের শেখকে বাবা দেখিয়ে হাবিবা খাতুনের নামে ভুয়ো আধার-প্যান-ভোটার কার্ড তৈরি করে ফেলেন তিনি । এদিকে জিয়ারুলের প্রথম স্ত্রী অনলাইনকে রামপুরহাট মহকুমা শাসককে ঘটনার কথা বিস্তারিত জানানোর খবর চাওড় হতেই দ্বিতীয় স্ত্রী বাংলাদেশ পালিয়ে গেছেন বলে জানা গেছে । জিয়ারুল বর্তমানে ভিন রাজ্যে থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি । তার পরিবারের অন্য সদস্যরা এনিয়ে মুখ খোলেননি ।।