এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৬ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় এক সন্ত্রাসী তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাচ্ছিল কিন্তু সেনা কর্মীদের গুলিতে খতম হয়েছে সে । বারামুল্লায় এনকাউন্টারটি হয়েছিল । ন্যাশনাল রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার সঞ্জয় কানোথ বলেছেন, ‘বারামুল্লার চক টুপার কারিতে একটি অভিযানে তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে পালানোর চেষ্টা করা সন্ত্রাসীকে খতমের দৃশ্য রেকর্ড করা হয়ে ড্রোন ক্যামেরায় । ফুটেজে দেখা যাচ্ছে এক সন্ত্রাসী বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করছে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালায়। প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে, সন্ত্রাসী মাটিতে উলটে পড়ে এবং কয়েক মিটার মাটিতে হামাগুড়ি দিয়ে হোজ গাছের নীচে বসে পড়ে । কিন্তু সেনা সদস্যদের গুলিতে ওই সন্ত্রাসী খতম হয়। খতম তিন লস্কর ই তৈবা সন্ত্রাসবাদীর নাম জুনায়েদ আহ রেশি, বিলাল আহ ওয়ানি এবং মাহির আহ ওয়ানি ।
ন্যাশনাল রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার সঞ্জয় কানোথ বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপের খবর পেয়ে শুক্রবার গভীর রাতে উত্তর কাশ্মীর জেলার পাত্তান এলাকার চক তাপ্পার ক্রিরিতে নিরাপত্তা বাহিনী একটি কর্ডন এবং তল্লাশি অভিযান শুরু করে। ব্রিগেডিয়ার কানোথ বলেন, একটা খালি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের ওপর গুলি চালায়।
আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছি। প্রথমে জায়গাটি ঘিরে ফেলা হয়। পরে অতিরিক্ত বাহিনী ডাকা হয়। জঙ্গিরা সারা রাত সৈন্যদের লক্ষ্য করে প্রচণ্ড গুলি চালায়, যার যোগ্য জবাব দেওয়া হয়। এর আগে কুপওয়ারায় পৃথক এনকাউন্টারে দুই সেনা জওয়ান শহীদ হন। প্রায় দশ বছর পর বিধানসভা নির্বাচনের জন্য প্রচার চলছে জম্মু-কাশ্মীরে।।