এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৬ নভেম্বর : জম্মু কাশ্মীরের রাজোরি জেলার ভিম্বার গালি গ্রামে এক পাকিস্থানি জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা । উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রসস্ত্রসহ অনান্য সামগ্রী । শুক্রবার ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ভিম্বার গালি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল ওই পাকিস্তানি উগ্রপন্থী । সতর্ক ভারতীয় সেনা জওয়ানরা অনুপ্রবেশের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে । শেষে ওই পাকিস্তানি জঙ্গিকে গুলি করে খতম করে ।’ এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে বলে সেনার তরফ থেকে জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত ওই জঙ্গির পরিচয় জানা যায়নি বলে সেনাবাহিনী সুত্রে জানা গেছে ।
শুধু সশস্ত্র জঙ্গিই নয়, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিক পাকিস্তানি কিশোরের ভারতে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে । বৃহস্পতিবার গুলপুর সেক্টরের চাক্কন দা বাগে (chakkan da bagh) পাকিস্তান-অধিকৃত এলাকা থেকে ভারতে অনুপ্রবেশকারী এক কিশোরকে গ্রেপ্তার করে ভারতীয় সেনা । জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি পাকিস্থানের রাওলাকোট জেলায় । চলতি বছরে এনিয়ে পঞ্চম বার পাকিস্থানি কিশোরদের ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটল । তাদের প্রত্যেককেই চাক্কন দা বাগ সীমান্ত দিয়ে ফের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ।
তবে এক কিশোর এনিয়ে দ্বিতীয়বার ভারতে অনুপ্রবেশ করায় তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে জেরা করে সেনাবাহিনী জানতে পেরেছে সে ইচ্ছাকৃতভাবে বারবার ভারতে প্রবেশ করেছে । প্রথমবার সে পুঞ্চের সীমা দিয়ে ভারতে ঢুকলে তাকে ফের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় । কিন্তু এবার সে মেন্ডাহারের (Mendhar) মানকোট (Mankot) এলাকা দিয়ে ফের সে ভারতে অনুপ্রবেশের সময় ধরা পড়ে যায় । তাকে জেরা করে সেনাবাহিনী জানতে পারে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতে পাঠাচ্ছে । কি উদ্দেশ্যে ওই কিশোরকে আইএসআই কাজে লাগাচ্ছে তা জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী ।।