এইদিন ওয়েবডেস্ক,পুলওয়ামা,০১ ডিসেম্বর : বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আরিহাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈবা সংগঠনের সঙ্গে যুক্ত একজন স্থানীয় সন্ত্রাসী খতম হয়েছে । পুলিশের একজন মুখপাত্র বলেছেন যে মৃত সন্ত্রাসী পিঞ্জোরা শোপিয়ানের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলীর ছেলে কিফায়াত আইয়ুব আলী । সে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র সাথে যুক্ত । তার দেহ এনকাউন্টার সাইট থেকে উদ্ধার করা হয়েছে । তার বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাস-সম্পর্কিত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে । তিনি আরও জানান,এনকাউন্টার সাইট থেকে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন,৫টি আরডিএস, ২টি গ্রেনেড সহ অস্ত্র ও গোলাবারুদ সহ উল্লেখযোগ্য অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে,নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলওয়ামার আরিহাল এলাকার নিউ কলোনিতে অনুসন্ধান অভিযান শুরু করে পুলিশ, সেনাবাহিনী (44RR), এবং সিআরপিএফের CRPF (182Bn) যৌথবাহিনী । সেই সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে । নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়, যার ফলে ওই সন্ত্রাসী নিকেশ হয় ।।