এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ ডিসেম্বর : ভারতীয় সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ব্যাপক অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে খতম করেছে।জেলার বেহিবাগ এলাকায় সন্ত্রাসীদের সন্দেহজনক গতিবিধির সুনির্দিষ্ট তথ্য পেয়ে গতকাল রাত থেকে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
আজ সকালে অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল সেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জঙ্গিরা সেনাদের ওপর গুলি চালাতে শুরু করে। এ সময় অভিযানটি এনকাউন্টারে পরিণত হয় এবং সেনারা জায়গাটি ঘিরে ফেলে । জঙ্গিদের আক্রমণের সাহসী জবাব দেয় সেনা । আর এতে নিকেশ হয় পাঁচ সন্ত্রাসী । এদিকে অভিযানে দুই সেনাও আহত হয়েছেন বলে জানা গেছে। খতম সন্ত্রাসীদের সম্পর্কে এখনও তথ্য পাওয়া যায়নি। এখনও কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে এমন সন্দেহের পরিপ্রেক্ষিতে ওই স্থানে অভিযান অব্যাহত রয়েছে।।