এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,৩০ নভেম্বর : সিরিয়ার সশস্ত্র সন্ত্রাসীর আট বছর পর সিরিয়ার আলেপ্পো শহরে অতর্কিত হামলা চালিয়ে প্রবেশ করেছে। শুক্রবার, ২৯ নভেম্বর, সিএনএন জানিয়েছে যে বাশার আল-আসাদের সরকারী বাহিনীর প্রতিরোধ ছাড়াই সশস্ত্র গোষ্ঠীগুলি শহরের কিছু অংশ দখল করেছে৷ এদিকে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ধারাবাহিকতায় সেনাবাহিনী বিমানবন্দর ও আলেপ্পো শহরের দিকে যাওয়া সব রাস্তা বন্ধ করে দিয়েছে। রয়টার্স বার্তা সংস্থা, তিনটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে আজ শনিবার,সিরিয়ার কর্তৃপক্ষ বিমানবন্দর এবং আলেপ্পো শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার থেকে এ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বিদ্রোহীদের হামলা শুরু হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা একটি “বড় হামলার” সম্মুখীন হয়েছে এবং যুদ্ধের বিভিন্ন ফ্রন্ট বরাবর সমস্ত অবস্থানকে শক্তিশালী করছে । অন্যদিকে, আলেপ্পোর কিছু বাসিন্দা বলেছেন যে বাশার আল-আসাদ সরকারের বাহিনী এই শহরের পশ্চিমে বেশ কিছু এলাকা থেকে পিছু হটেছে।
তবে শুক্রবার ভোরে সিরিয়ার বিরোধী যোদ্ধারা ব্যাপক লড়াইয়ের পর আলেপ্পো শহরের উপকণ্ঠে সরকারের ‘মিলিটারি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার’-এর নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাশার আল-আসাদের ভাই বাসাল আল-আসাদের মূর্তির পাশে আলেপ্পোর বাসাল স্কোয়ারে প্রবেশ করার সময় এই জঙ্গিরা সরকারী সিরিয়ার পতাকা নামিয়ে দেয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার সিরিয়ার প্রতিপক্ষের সাথে ফোনালাপে আমেরিকা ও ইসরাইলকে এসব হামলার পেছনে দায়ী করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ইসলামিক প্রজাতন্ত্র সিরিয়া সরকারের পাশে রয়েছে।
এদিকে, রাশিয়া, বাশার আল-আসাদের একটি প্রধান মিত্র৷ দুটি সামরিক সূত্র জানিয়েছে, সন্ত্রাসী হামলা ব্যর্থ করতে দামেস্ককে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পাঠানো সরঞ্জাম ৭২ ঘণ্টার মধ্যে সিরিয়ায় পৌঁছে যাবে।
তিনটি সামরিক সূত্র জানায়, সিরিয়ার সেনাবাহিনীকে শহরের প্রধান বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে নিরাপদে প্রত্যাহার করার নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য,”হায়াত তাহরির আল-শাম” নামে পরিচিত “জঙ্গি ও ইসলামপন্থী গোষ্ঠী” এর নেতৃত্বে সিরিয়া সরকারের বিরুদ্ধে ইসলামি সন্ত্রাসবাদীরা এক সপ্তাহ ধরে সরকারের প্রশাসনের অধীনে থাকা শহরগুলিতে অতর্কিত হামলা চালিয়েছে।।