এইদিন বিনোদন ডেস্ক,২৬ এপ্রিল : জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের ওপর ইসলামি সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় কনসার্ট বাতিল করেছেন সংগীত শিল্পী অরিজিৎ সিং।কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রবিবার চেন্নাইয়ে। পহেলগামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গানের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে,’একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।’যারা টিকেট কেটেছিলেন, তাদের সবাইকে সেই টাকা ফেরত দেওয়া হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।বিবৃতিতে বরা হয়েছে । বলা হয়েছে,’দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।’
গত ২২ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে সন্ত্রাসীরা হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায়। পর্যটনে মেতে ওঠা এক উজ্জ্বল দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। নিহত হন ২৬ জন, আহত হন আরও অনেকে। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘দুনিয়ার শেষ প্রান্তে গিয়েও হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে’ বলে সতর্ক করেছেন। এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বলিউড তারকাদের অনেকে।।