এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,২১ জুলাই : ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে নিজের মা ও বোনকে কুড়াল দিয়ে নৃশংসসভাবে কুপিয়ে মারল মোহাম্মদ আরিফ নামে এক যুবক । ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কারেলি থানা এলাকার গৌস নগরের । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) দ্বারা প্রভাবিত ওই যুবক তার বাবার উপরেও হামলা চালিয়েছিল । তবে তিনি বরাত জোরে প্রাণে বেঁচে যান । মা ও বোনকে হত্যার পর বাড়িতে কালো পতাকা ওড়ায় আরিফ । এদিকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে অ্যাসিডের বোতল নিক্ষেপ করে ওই যুবক । পুলিশের জেরায় ধৃত যুবক বলেছে,’আমি মৃত্যুর দৃশ্য দেখতে চেয়াছিলাম ।’
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৯ জুলাই ২০২৩) । ওইদিন নিজের মা আনিশা বেগম ও বোন নিখাত জাহানের উপর আচমকা একটা কুড়ুল দিয়ে হামলা চালায় মোহাম্মদ আরিফ । তাদের এলোপাথাড়ি কোপাতে শুরু করে ।আরিফের বাবা মোহাম্মদ কাদির স্ত্রী ও মেয়েকে বাঁচাতে ছুটে এলে তাকেও কুড়ুল দিয়ে কোপানো হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় । পুলিশকে দেখে আরিফ বাড়ির সব গেট বন্ধ করে ছাদে উঠে পড়ে । বাড়ির রান্নার সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয় । ছাদ থেকে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে পুলিশকে লক্ষ্য করে অ্যাসিডের বোতল ও পাথর ছুড়তে থাকে আরিফ । শেষ পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ওই যুবককে কাবু করে । প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয় ।
আরিফের ভাই আজম জানিয়েছেন,আরিফ প্রায়ই তার মোবাইলে আইএসআইএসের ভিডিও দেখত । সন্ত্রাসবাদী কার্যকালাপের বিভিন্ন প্রতিবেদন পড়ত । এই কারণে তার মন এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে আরিফ তার নিজের পরিবারই ঘৃণা করতে শুরু করেছিল । খাবারে প্রস্রাব ও মল ঢেলে দিত । জানা গেছে, আরিফ এলাহাবাদ বিশ্ববিদ্যালযয়ের বানিজ্য বিভাগের স্নাতক । বিবাহিত । তার স্ত্রী নওশী সরকারি প্রেসে চাকরি করেন । আরিফ টিউশন করত । তাদের ৬ বছরের এক কন্যা সন্তান আছে । আজম আরও জানান,পৈতৃক বাড়ি বিক্রি করে টাকা চাইছিলেন আরিফ। বাবার পেনশনও নিতে চেয়েছিলেন সে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।।